রঙের তুলিতে একটাই রঙ দিয়ে
ফেলে রেখে গেছো ।
যতবার এঁকেছি আবার ছবি
কে যেন বুঝিয়ে দিয়ে যায়
ঐ একটাই ছবি
তুমি আবারও এঁকেছো ।

ফেলে যাওয়া শাড়ীর ভাঁজে ভাঁজে
প্রেমের চিঠি যতনে রেখে গেছো ।
যতবার লিখেছি কোন চিঠি
কে যেন লিখে দিয়ে যায়
ঐ একটাই চিঠি
তুমি আবারও লিখেছো।

জাগরণে, তন্দ্রায়, নিদ্রায়
যে স্বপ্ন এঁকে দিয়ে গেছো ।
যতবার দেখেছি নতুন স্বপ্ন
কে যেন বাতাসে বলে যায়
ঐ একটাই স্বপ্ন
তুমি আবারও দেখেছো ।

ক্ষতি নেই -
ছবি, চিঠি, স্বপ্ন হোক একটাই।
ফিরে ফিরে এসে
সে ভালোই লাগায় ।