প্রকৃত শোভা প্রকর্ষে- ঢেউয়ের সাগর,
তোর জুড়ি কেউ নেই কো।
তোর রাক্ষুসী রূপ বিশ্রীরে।
জলজ্যান্ত মানুষখেকো, তোর মত কেউ নেই তো।


দেখতে শোভা আঁকতে প্রভা-
বাছা আমার যেই গেল তোর সাক্ষাতে।
অথই অতল গহ্বর ফাঁদে –
আটকালি তুই কোন জনমের আক্ষেপে !


সাগর তোরে ডাকবনা আর-
“আয়রে আমায় শোভা দে।”
মানুষখেকো রাক্ষুসীটা –
“পারলে আমার বাছা দে।”


*(প্রকৃতির চিত্রধারক, প্রকৃতি প্রেমিক, বন্ধুপুত্র রত্ন সম “সাব্বির হাসান” সেন্ট মার্টিনে সমুদ্র দর্শনে গিয়ে সাগরের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা স্মরনে --)