খেলছে ঘরে
জানালা ধরে
ছোট্ট মেয়ে ঝুন্‌ঝুনি।
গাছের ডালে
গাইছে বসে
এক জোড়া ঐ টুন্‌টুনি।


চলছে বেদে
নদীর পাড়ে
বইছে নদী ছল্‌ছলাৎ।
বাইছে নাও
মাঝির দল
নামল মেঘ ঐ হঠাৎ।


গরুর পাল
সামনে ঠেলে
ছুটছে ত্বরা কিষাণ ভাই।
নৌকা ভেড়ে
ঘাটে এসে ।
টুনটুনিও উড়ে যায়।


দূরের আলো
ঝাপ্‌সা হলো
যায় না দেখা নদী ।
বৃষ্টি ঝপাৎ  
বন্ধ কপাট ।
দৃশ্য দেখার ইতি ।


তাইতো এখন
মনটা খারাপ
ছোট্ট মেয়ে ঝুন্‌ঝুনির।
আবার কখন
শুনবে গান
গাছের ডালের টুন্‌টুনির ?