কিচিমিচি, ঝিরিঝিরি, পিলপিল কি?
কিচিমিচি পাখি ডাকে-
ঝিরিঝিরি বায়ু বহে-
পিলপিল হেঁটে যায় পিপীলিকাটি।


গুরুগুরু, দুরুদুরু, খিলখিল কি?
গুরুগুরু মেঘ ডাকে-
দুরুদুর বুক কাঁপে-
খিলখিল হেঁসে লুটে সোনামণিটি।


কুলুকুলু, ঢুলুঢুলু, ঝিলমিল কি?
কুলুকুলু নদী বহে-
ঢুলুঢুলু ঘুম আসে-
ঝিলমিল চমকায় চাঁদতারাটি।


কলকল, টলটল, ঝিকঝিক কি?
কলকল নামে ঢল-
টলটল আঁখি জল-
ঝিকঝিক ছুটে চলে “ঢাকা মেইল” টি।