আকাশ রাজা হানিমুনে চন্দ্রিমাকে নিয়ে।
পাহাড়া দিতে রেখে গেছেন মেঘমালাকে দিয়ে।
মেঘের সাথে সূর্যি মামার চিরকালের আড়ি।
মেঘমল্লার অবিরাম ঝড়িয়ে গেলেন বারি।


উৎসবের সব কেনাকাটায় পড়ল খানিক প্রভাব,
ঘরে বসেই মন খারাপের চলল কতেক আলাপ।
খোকা-খুকু-ছেলে-বুড়োর বাজেট এলোমেলো,
এমনি ভাবে শ্রাবণে ভিজে  ঈদটা চলে গেল।