বাবা দিবসে পড়েছিলি খুকি
লাল শাড়ী, লাল টিপ, বেলোয়ারী চুড়ি।
বাবা একেলা ঘরে
জীবনের বিকেলে।
ত্বরা কোরে ঘরে ফেরার বুঝি ছিল তড়িঘড়ি।
ফিরে এলি ‘চঞ্চলা’
হয়ে নিথরে।


শহরের হায়নারা হুড়োহুড়ি কোরে
রেখে গেলো তোকে থমকে দিয়ে।
চলে গেলি অকালে
‘চঞ্চলা’ নিথরে।
চপল দু’চোখ বাবার দেখে পাথরে।