মুখরিত আর প্রবাহের সত্য নিগমন তোমার আত্ম সত্বার এক প্রাঞ্জল বার্তা
ধাবমান সুখ নিলমে অসীম স্মৃতি আত্মদংশনে প্রিয় বোনটির মৃত্যু
সুখ নামক সব কিছু মুছে গেছে এক ঝড়ে
অবুঝ তিনটি মুখের কথা ভেবে হয়ে যাই বিমূঢ়, বিমূর্ত আর কষ্টে আত্মহারা।


মৃত্যু কেড়ে নেয় সব ছায়া-কায়া, কেড়ে নেয় মূর্ত প্রতীক বন্ধন
পৃথিবীর এই মায়া বড়ই হাহাকার আর অব্যাহত ক্রন্দন
বিবর্তনের সূত্র আভিধানিক জীবন ধেয়ে যায় সূত্র মন্ত্রকে ভেঙ্গে চুরে
ব্যথা সাকুল্যতা বড়ই সক্রন্দন আত্মাহুতি।


ব্যথাতুর স্মৃতিময় দিনগুলো স্বমহিমায় মনে পড়ে
ভাই আর বোনের একসাথে বড় হওয়ার স্মৃতি
তোর মৃত্যু আজ আমাকে ছিন্নভিন্ন করে দেয়
কেনরে বোন চলে গেলি রক্ত বন্ধনের মায়া ছেড়ে।


আল্লাহর অসীম রহমত চাই বোন তোর জন্য
তুই যেন পরপারে সুখে থাকতে পারিস
আমিও আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে আসব
আল্লাহ ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) প্রিয় হয়ে।


সকল মানুষ সকল প্রাণ হোক আল্লাহর রহমতের প্রাণ
বিপদমুক্ত, আজাব, গজবমুক্ত মহিয়ান পৃথিবী হোক সুবিশাল শ্রাণ
আসুক আমাদের সবার প্রাণে কোরআন-হাদিসের শিক্ষা
পৃথিবী হোক আমাদের দ্বারা আলোকিত দিক্ষা।