অমর গল্পের শুদ্ধতম ভাষাটি তোমার জন্য
জীবন আদিত্য পরিমিত জীবনে হয়ে আছে সীমাবদ্ধ আবরণ,
নিকট অতীতে তোমাকে পেয়েছি সুবিশাল অন্তরীক্ষের মত
কেন মৃত্যু হতে সেদিন, তুমি আমায় ফেরালে, ফিরিয়ে দিলে নতুন জীবন।
জীবন নামক অতিশয় বেঁচে থাকা হয়তো একদিন শেষ হবে কোন এক অন্ধ কুঠরীতে
ইতিময় বা নেতিময় জানিনা কি গড়েছি এই ভাষ্য খন্ড জীবনে
পেয়েছি তোমার অতিচার্য ব্যপ্তিক অভিযাত্রার শুদ্ধতা
প্রিয়ময় জীবন তুমি আমার শত জনমের দাক্ষিণ্যতা।


বেড়ে ওঠা এই পৃথিবীর সব কিছু সবার জন্য শুদ্ধ
শুধু আমার জন্য কন্টকাকীর্ণ অতি মানবতার বেড়াজালে তবে আবদ্ধ
নিকট জনে যে তুমি আমায় মাঝে মাঝে ভাসিয়ে দাও গহীনে
যে অন্তর আমার প্রাণ নামক আমার জীব্য প্রাণটি তোমার সোপানে।


মহান এক অবিনশ্বর সত্বার নিকট আমার তোমার জীবন সাধ্য দিলাম সপে
প্রাণ নামক বেঁচে থাকা যতদিন, দিনের তরে করি শুদ্ধতার সংশ্রবণ
ফিরে আসা গণ নিত্তক মানব প্রাচীরে গড়ে দিতে পারে মানবতার অহংবোধ
তাই ঝেড়ে ফেলা হোক অতীত নিকষ অন্ধকারের গল্প আহরণ।


সতীর্থ আত্মদানে তোমার মাঝে সব টুকু সুখ খুঁজে পাওয়া মহীরুহে
বেদনার নীল কাব্য অযথাই আর আসবে না সম্মুখে
প্রিয়মান্যতার অভিসুর সংযোজনে আমি গেঁথে নিলাম চির অমর বন্ধনে
ভেলার চরাচরে শুন্যতায় হয়েছে পূর্ণ তোমার অভিমুখে।