বিশাল বিশদ অনুজীব প্রাণী মুখ থুবড়ে সুকান্তচারী
মহাজীব, জীবন শ্লেষ নর্নৈবত বিদ্বেষ প্রাণ সমেত হাহাকার
আঁধার প্রাণান্ত তোমার বিবেক দংশনে আচার্যিত অভিমান
বিকারণে করুণ অন্তর প্রাণ হয় মহাকার।


সজীব্য সাকুল্যতা নিমগ্ন দেশ কালের সেবা সুরক্ষায়
নামক শব্দ আজ গলাধকরণ বিশেষ মহাপ্রাপ্যে
নিষ্কণ্টক অভিসার জনম জনমের সাধনা
দীপ্ত অরুণাচলে বিমর্ষ আজ স্বাধীনতা সপে।


দেশ কাল সময় জনতা হয় মুক্তির আর আচারণের মূখ্য ভাবুক
নিগমণ আত্ম বেদনা দেশ আজ ধনীক শ্রেণীর আবদ্ধে নিমজ্জিত
দেশ হল স্বাধীন মানুষ হল শৃঙ্খল থেকে মুক্ত; তবে
তবে আজ মানুষ নিমজ্জিত হয়েছে নিজেকে নিজে ধ্বংসের প্রতি।


সুধরা স্বপ্ন জনম জনমে হবে না পূরণ; শুধু মুখের বুলি
পৃথিবীর ইতিহাসে সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনদিন সরল পথ অনুসরণ করেনি
লগিষ্ঠ মানুষ বা সম্প্রদায় অনুসারিত হয়েছে সুন্দর সরলের আবর্তনে
আর তারাই হয়েছে কামিয়াব, জয় করেছে সৃষ্টি মহিয়ান।