ভেবে দেখেছো এরূপ, নিজ দেহ মাঝে
যা খোঁজো সবে আছে যে, তার সুপ্ত ভাজে
নয় দ্বারে চৌদ্দ তালা, দুটি আঁটা লাজে
যার শাঁপে চিহ্ন নিয়ে, চাষা ভবে আসে
কানু নাই দ্যু-দেউলে, জীবে বসে হাসে
মহা-মুনি না খুঁজে তা, গঙ্গা জলে ভাসে
মোলভী মৌন মাস্তুলে, কোরান স্ব-হারা
সাঁইজি পথ হারায়ে, ছন্দ-মন্ত্র ছাড়া


দেহশ্বর পণ্য হয়ে, মিথ্যে মায়া আঁকে
ভুল ঘরে হন্যে হয়ে, সবে কুহূ ডাকে
রয়ে উপর তলায়, ইন্দ্র ডুবে পাকে
তার শোকে কাতরায়ে, অক্ষি খোঁজে ঠায়
নিজ দেহেতে লুকায়ে, স্রষ্টা-সর্ব হায়
হৃদে না খুঁজলে তারে, কোথা দেখা যায়!