গণতন্ত্র দে স্বৈরাচার নইলে ঝুলা আমায় ফাঁসিতে
রচিত হবে তোদের কবর আমার লাশের হাসিতে
পেটে ক্ষুদার চিৎকার আর হাতে-পায়ে বেড়ির ভার
চাপা কান্নায় স্বৈরাচার তুই হাহাকার হো ছারখার
বলতে গিয়ে শত কথা জিভে পোতা পেরেকে চেয়ে রই
কণ্ঠ আমার কাষ্ঠে ঝুলা, এই বদ্ধ কণ্ঠের মূল্য কই?


কতকাল আর আমি প্লেটে গুণে গুণে ভাত খাবো বল?
কতকাল আর আমি দাস হয়ে ভয়ে ভয়ে রবো বল?
আর কত ভিনদেশি বাড়ি হলে কৃষকেরা পাবে ভাত?
আর কত শ্রমিকের রক্ত মূল্যে ভরবে লুটের খাত
রক্তে আমার জ্বালা আগুন আজিকে মুক্তি পাক জনতা
ভাঙরে ভাঙ শেকল ভাঙ আজিকে মুছে যাক মৌনতা