হয়তো লিখা মৃত্যু আমার, প্রাচীন প্রাচীর মাঝে
হয়তো লিখা মৃত্যু আমার, সমর সমল সাঁঝে
হয়তো লিখা মৃত্যু আমার, সরণ সরল ভূজে
হয়তো লিখা মৃত্যু আমার, প্রণব প্রণয় তাজে
হয়তো লিখা মৃত্যু আমার, মরুর মরুৎ জুড়ে
হয়তো লিখা মৃত্যু আমার, মাদক মাদল সুরে
হয়তো লিখা মৃত্যু আমার, আপন আপস ভোরে
হয়তো লিখা মৃত্যু আমার, নিরল নিরস ভীড়ে


মৃত্যু বার্তা লিখা পত্রে, নাই জানা তার বাস
বায়ু জুড়ে মৃত্যু ভাসে, হাহাকার চারপাশ
মৃত্যু তুমি আছো কোথা, দাও দেখা মোর নীড়ে
খুঁজে ফিরি দ্বারে দ্বারে, বসে তুমি কোন তীড়ে?


মৃত্যু বায়ু বয় ধীরে, বুক কাঁপে দুরু দুরু
বীর সেনা ভয়ে সরে, রণ চিন্তা করে পুরু
শিঙ্গা বাজে শঙ্কা বাড়ে, দামামা তালে ভূ-কাল
মৃত্যু বায়ু এলো ক্ষণে, নব ধর রক্ষা হাল