উঠো হে পথিক,
জাগো হে পথিক, কষে ধরে তরী তীরে ,
উড়ো হে পথিক,
লড়ো হে পথিক, যেন ফিরে সবে নীড়ে
শোনো হে পথিক,
গুনো হে পথিক, যেন পূর্ণ হয় স্বাদ,
ফুটো হে পথিক,
ছুটো হে পথিক, জয় করে সব বাধ
চলো হে পথিক,
বলো হে পথিক,শেষ করে চক্র বৃত্ত
সও হে পথিক,
গাও হে পথিক, আজি মত্ত করে চিত্ত,
দেখো হে পথিক,
শিখো হে পথিক, ভব চিহ্ন করে বল,
ভাসো হে পথিক,
হাসো হে পথিক, টেনে ধরে শত্রু দল