হবে কি তুমি আমার দেবী, প্রেম পদ্ম কুমারী?
রূপ সাগরে ভাসবে তুমি, রাখবে ঠোঁট নীলে
কৃষ্ণ বসনে সাজবে তুমি, বসে আঁচল মেলে
আড় নয়নে হাসবে তুমি, আমায় মোহে ফেলে
হবে কি তুমি আমার দেবী, প্রেম পদ্ম কুমারী?


বা চোখে অমর জন্ম লিখা , মৃত্যু ডানের মাঝে
শিকল-বেড়ি ভাঙ্গে পা-তলে, সুর নুপুর বাজে
কঙ্কণ বৃত্তে জীবন আঁকা,ধরণী তাতে আঁটা
স্বর্গ রেষে ডুবে ভেবে, তোমার ধীর চিত্তে হাঁটা
হবে কি তুমি আমার দেবী, প্রেম পদ্ম কুমারী?


তোমার কানের ঝুমকা-দুলে, ডুবে এসে সব মাস্তুল
তোমার নাকের নথের আলে, হারায় কল্পনারা কূল
তোমার শ্যামা-লাল দীপ্ত গালে, স্বপ্ন সকল হাসে ভেসে
তোমার ললাট এ ফোটা তিলে, ঈশ্বর একা বসে হাসে
হবে কি তুমি আমার দেবী, প্রেম পদ্ম কুমারী?