চিনি না আমি তোদের পুষ্প-খচিত শান্তির বাণী
চিনি শুধু বারুদ-সংঘাতে জন্ম নেয়া অশনি
যারে চেয়ে মৃত্যু পূজায় মাথা নুইয়ে মজলুম
যার ভয়ে ভূ-দানবের অস্তিত্ব হয় রোজ গুম
চিনি না আমি মানুষের ফানুস উড়ানো সে হাসি
চিনি শুধু যুদ্ধ, দামামা আর রক্তে অঙ্কিত বাঁশি
যে দামামার তালে সাগর লোনা হলো অশ্রু-জলে
যে বাঁশির সুরে নিশ্চিহ্ন হয় ঈশ্বর মহাকালে
বুঝি না আমি কেতাবে আঁটা আড়ষ্ট অমিয় সুধা
বুঝি শুধু আশায় জন্মানো মানব চোখের খোদা
যে খোদা সংঘাতের খোদা, ঝড় ভাঙে জোর ঝড়ে
যে খোদা রণঘাতের খোদা, সুর ধরে ঝাণ্ডা গেড়ে
ছুতে পারি না আমি প্রেয়সীর সে ঘন নিঃশ্বাস
ছুতে পারি অসুর-দানবের নাশ করা সন্ত্রাস
যে সন্ত্রাসে সৃষ্টি-ধ্বংস মিশে তৈরী হয়েছে কুড়
রক্ত প্লাবনে মিশে তা আজ জীবনী নৃত্যের সুর