নির্লজ্জ বেহায়াপনা অশ্লিলতা ফাঁড়ি
কেউ করেছে দালান কোঠা
কেউ করেছে গাড়ি


গরীব দুঃখীর রক্ত চুষে
টাকার পাহাড় গড়ে
ক্ষুধার জ্বালায় হয়ে কাতর
অভাবীরা মরে


সকাল সন্ধা খেটেও ওরা
পায় নাকো নিস্তার
কেউবা আবার সারাবেলা
থাকে অনাহার


তাদের তরে একটু যদি
বাড়াও দয়ার হাত
রোজ হাশরে দিবেন খোদা
তোমাকেই নাজাত


গরীব দুঃখীর রক্তে গড়া
অভাবের সংসার
যারা তাদের শোষণ করে
ওরাই রাজাকার।