সাঁঝ সকালে গাছের ডালে
পাখির কলরব,
মক্তবেতে যায় ছুটে যায়
খুকা খুকী সব।


সিক্ত পবন উষ্ণ করে
সূর্যি মামা এসে,
পূব দিগন্তে ছড়ায় আলো
নানা রঙ্গের বেশে।


বেলা শেষে পাখিরা সব
আপন নিড়ে যায়,
সুযোগ পেলে যায় হারিয়ে
সুদূর নিলীমায়।