অ্যালবাম
মনোতোষ কুমার মজুমদার


কত স্মৃতি বাঁধা আছে আমার এই অ্যালবামে।
দেখলে সেসব স্মৃতিগুলো অঝোর ধারায় বৃষ্টি নামে।
মনের মাঝে অশান্ত ঢেউ আছড়ে পড়ে বেগে।
স্মৃতির দ্বারে অবুঝ কথা কেবলি ভিক্ষা মাগে।
এইতো আমি মায়ের কোলে কত্ত ছোট্ তখন।  
জন্মদিনের হুল্লোরেতে এইখানেতে কেমন।
বাবার কাঁধে চড়ছে দেখি আমার ছেলেবেলা।
অ্যালবামের এই পাতায় পাতায় আমার জীবনমালা।
এইতো দাদু চশমা চোখে আমার সাথে খেলে।
চশমাটিতো আজও আছে দাদু গেছে চলে।
এইত বকুল ছোট্টটি ফুল প্রথম ভালোলাগা।
তার মুখেরই আবেশেতে কত রাত্রি জাগা।
আজকে বকুল কোথায় আছে নেইতো আমার জানা।
অ্যালবামের এই স্মৃতির পাতায় মেলছে পাখি ডানা।
দার্জিলিং এর পাহাড় চূরা কিংবা সাগর ধারে।
সেই পুরোন স্মৃতি যেন হাতটি তুলে নাড়ে।
পেরিয়া আসা কোলাজ স্মৃতি অ্যালবামেতে রাখা।
থাকলে একা দিনের ফাঁকে পিছন ফিরে দেখা।
নিঠুর সময় যায় এগিয়ে স্মৃতিই শুধু থাকে।
অ্যালবামের এই ছবি গুলোই বাঁচিয়ে সেসব রাখে।