অপরিচিত
মনোতোষ কুমার মজুমদার


এ বুকে প্রেম ছিলনা তাই প্রেমিক হতে পারিনি।
আগুন ছিলনা শিরায় তাই সূর্য হতে পারিনি।
কোনদিন স্নিগ্ধতার খোঁজ পাইনি বলে জ্যোৎস্না হতে চাইনি।
জীবনে ছিলনা ছন্দ তাই নদী হতে পারিনি।
সুর ভুলেছি তাই বাতাস হতে পারিনি।
প্রতিবাদে ছিল ভয় তাই বিপ্লব জাগেনি মনে।
সুরমা ছিলনা চোখে তাই স্বপ্ন দেখিনি।
মিথ্যায় ছিল চির ঘৃণা তাই কোনদিন ছলনা করিনি।
আকাশ ডাকেনি তাই ডান মেলে উড়িনি
পাছে ধরা পরে যাই তাই পরিচয় খুঁজিনি নিজের।
আয়না দেখিনা আমি নিজেকে লুকবো বলে।
তবু জীবনে বাঁচবো বলে মৃত্যু খুঁজিনা।