আসিফা ও টুইঙ্কল,ফুটফুটে দুই মানব সন্তান।
না।তারা ছিলনা হিন্দু, ছিলনা মুসলমান।
ধর্ম যেখানে মানবেরে বিভেদ নজরে খোঁজে –
পূজা-আজানের মিথ্যা খাঁচায় নীরবে চক্ষু বোজে।
আসিফা তো টুইঙ্কল হতে পারত কিংবা টুইঙ্কল আসিফা।
আসলেতো তারা আল্লা-ভগবানের দান করা দুই তোফা।
আজ তারা নেই চলে গেছে ছেড়ে অকালেই দূরলোকে।
আমারা এথায় তাদেরে যে খুঁজি ভাগাভাগি করা শোকে।
মানুষরূপি ধর্ষকের হাতে বলি হল দুটি প্রাণ।
মোমবাতি মিছিলে প্রতিবাদ আসিফাতে, টুইঙ্কেলে শুনশান।
ধর্ষক সেতো মানব শত্রু তোমার আমার পাপ।
তবে আসিফাতে কেন রক্ত গরম, টুইঙ্কেলে চুপচাপ?
মসজিদের আজানে মন্দিরের ঘণ্টায় ডাকছি আমারা কাকে?
কেন খুঁজি না আসিফা টুইঙ্কেলে, টুইঙ্কেলে আসিফাকে?