ভগবানের লজ্জা
মনোতোষ কুমার মজুমদার


হে ভগবান তোমার এ দান ভুলছি অবহেলে।
তোমার আকাশ , তোমার বাতাস, তোমার সাগর জলে –
বিষ মিশিয়ে চলছি কেমন আমরা মানুষ বলে।
আমরা অবুঝ কাটছি সবুজ ধ্বংস তোমার সৃষ্টিকে।
মত্ত নেশায় চিত্ত যে ধায় ঢাকছি নিজের দৃষ্টিকে।
লজ্জা তুমি পাচ্ছ নাকি সৃষ্টি করে মানুষকে?
তোমায় ভুলে ছুটছি মোরা ধরতে রঙিন ফানুসকে।
সভ্যতার আস্ফালনে অসভ্যতার খেলা।
শূন্যগর্বে আমারা তোমায় করছি অবহেলা।
শ্রেষ্ঠ তোমার সৃষ্টি যে আজ লুঠছে তোমার পৃথ্বীকে।
মত্ত হাতী পদ্ম বনে আজকে তাদের রুখবে কে?
সৃষ্টি যখন স্রস্টাকে, মত্ত নেশায় ভোলে –
দু-পেয়ে সেই জন্তুদের মানুষ তখন বলে।