বুড়োবুড়ি
মনোতোষ কুমার মজুমদার


একটি বুড়ো একটি বুড়ি।
এমনি আছে বছর কুড়ি।
একটি মেয়ে একটি ছেলে।
নেইতো কাছে গেছে ফেলে।
একটি বাসা দুটি ছানা।
উছল খুশির আনাগোনা।
একটি ছোট একটি বড়ো।
স্বপ্ন নিয়ে বড়ো করো।
বাসা যে আজ আছে পড়ে।
ছানা দুটি গেছে উড়ে।
শূন্য বুকে বুড়োবুড়ি।
শূন্য আকাশ উড়ছে ঘুরি।
কাটছে না দিন কাটছে না রাত।
বুড়োর হাতে বুড়ির দু-হাত।
এ দুটি প্রাণ মুখোমুখি।
স্নেহ দিয়ে কান্না রুখি।
স্নেহের বাঁধন যায়কি ছেঁড়া?
কাজ শুধু আজ কান্না করা।
একটি ছেলে একটি মেয়ে।
ফেলে গেছে বাবা-মায়ে।
আয় ফিরে আয় ভুলিস নারে।
নিজ খেয়ালে চলিস নারে।
থাকতে সময় আয়রে ফিরি।
তোরাও হবি বুড়োবুড়ি।