ছেলেবেলা
মনোতোষ কুমার মজুমদার


অনেকটা পথ পেরিয়ে এলাম কাটল অনেক বেলা।
এই ক্ষণেতে মনে পড়ে আমার ছেলেবেলা।
কত স্মৃতি কত কথা বুকের মাঝে জমে।
একলা মনে ঝমঝমিয়ে পশলা বৃষ্টি নামে।
সেইযে বাগান ঝোরো হাওয়ায় আম কুড়োনোর নেশা।
সেইযে সকল বন্ধুরা সব প্রাণের মেলামেশা।
মনে পড়ে সেই দুপুরে ঝাঁপ যে পুকুর জলে।
মনে পড়ে বর্ষা মাঠে খেলা সকল মিলে।
কোজাগরি লক্ষ্মীপূজায় ফুল তুলবার রাত।
ভেসে আসে ছবির মত স্মৃতিতে মৌতাত।
নীল আকাশে  উড়িয়ে দিতাম ডানাকাটা ঘুরি।
খুশির পূজায় সবাই মিলে ফুটাতাম ফুলঝুরি।
খেলতে গিয়ে ফাটল মাথা আজও আছে দাগ।
জীবন খাতার হিসেবেতে আজকে শুধু ভাগ।
ভাগ হয়েছে ছেলেবেলা, ভাগ হয়েছে খুশি।
ভাগ হয়েছে কান্না আমার, ভাগ হয়েছে হাসি।
পুকুরখানি বুজে গেছে সেই মাঠের নেই আজ দেখা।
হারিয়ে গেছে বন্ধুরাসব যায়নি তাদের রোখা।
হঠাৎ কোন ঝোরো দিনে জানালা ধারে বসে।
আম কুঁড়াবার বাগানখানি স্মৃতির বুকে ভাসে।
নীল আকাশের ছাউনিতে নেই রঙিন ঘুরির মেলা।
উদাসমনে খুঁজে চলি আমার ছেলেবেলা।