দুই ভারত
মনোতোষ কুমার মজুমদার


এক ভারত স্বস্তিতে,
আর এক ভারত বস্তিতে।
এক ভারত হুল্লোরে,
আর এক ভারত মরলোরে।
এক ভারত স্বর্গেতে,
আর এক ভারত মর্গেতে।
এক ভারত তুফানে,
আর এক ভারত কফিনে।
এক ভারত তফাতে,
আর এক ভারত ব্যথাতে।
এক ভারত শাসনে,
আর এক ভারত শোষনে।
এক ভারত পান্নাতে,
আর এক ভারত কান্নাতে।
এক ভারত সুখশয্যাতে।
আর এক ভারত চিরলজ্জাতে।
দুটি ভারত চাইনা যে আর।
ভারতবর্ষ আমার-তোমার।