হারিয়ে যাওয়া দিন
মনোতোষ কুমার মজুমদার


আজও সন্ধ্যা ঘনায় আঁধার নামে গ্রামে।
শুধু বাজেনা শঙ্খ, জ্বলেনা প্রদীপ তুলসীধামে।
এখনো রাত্রি জাগে, ভোর হয় আধাঁর ছিন্ন করে।
শুনিনা পাখির কলতান,  অস্পষ্ট আলোর ভোরে।
জন্ম আছে, মৃত্যু আছে, আছে মানুষের মাঝে মানুষের স্থান।
শিথিল সম্পর্কে আজ স্পন্দনহীন প্রাণ।
সূর্য এখনো ওঠে ,যায়ও অস্তাচলে।
সেও ফিরে ফিরে পুরনোরই কথা বলে।
বাতাসের গানের ছন্দ, নদীর কলরব।
বড়ো বেশী মেকী, নিস্প্রান সব।
একে একে সব, যায় যে হারিয়ে।
নিষ্ঠুর সগর্ব সভ্যতা একা শুধু দাঁড়িয়ে।
প্রশ্ন শুধায় কবি একান্ত গোপনে।
ঘুমাও বাস্তবে ,নাকী জেগে আছো স্বপনে।