ইচ্ছে থাকলে
মনোতোষ কুমার মজুমদার


ইচ্ছে থাকলে কিনা হয়?
খাড়াই পাহাড় করবো জয়।
ইচ্ছে সেতো জীয়নকাঠি –
ভার বইবার শক্তলাঠি।
ইচ্ছে থাকলে কিনা হয়?
জিতবে জীবন কাটবে ভয়।
ইচ্ছে সেতো সঞ্জিবনী।
সিন্ধু সেঁচে মুক্ত আনি।
ইচ্ছে থাকলে কিনা হয়?
আঁধার আকাশ হিরন্ময়।
ইচ্ছে সেতো মুক্ত আকাশ –
গুমোট হাওয়ায় প্রাণভরা শ্বাস।
ইচ্ছে থাকলে কিনা হয়?
পাপীর জীবন পূন্যময়।
ইচ্ছে সেতো সূর্য-আলো –
আপন তেজে ঝলোমলো।
ইচ্ছে থাকলে কিনা হয়?
সৃষ্টি সুখে রুখবো ল্য়।
ইচ্ছে শিখা জ্বালিয়ে রাখো-
আঁধার প্রাণে প্রকাশ দেখো।
হোকনা জীবন মরুময়।
ইচ্ছে থাকলে সবকিছু হয়।