যাযাবরের খোঁজ
মনোতোষ কুমার মজুমদার


আমি একটি হাট খুঁজছি যেখানে বিবেক বিক্রী হয়।
একটি চিতা যেখানে হিংসা পোড়ান হয়।
আমি একটি জমি চাই যেখানে ভালোবাসার চাষ হয়।
একটা জ্যোৎস্না যাতে কান্না মোছা যায়।
আমার একঝটকা বাতাস চাই হতাশা ওড়াব বলে।
একফালি আকাশ চাই উদারতা মিলবে তাহলে।
আমি মসজিদে খুঁজি ভগবান।
আর মন্দিরে শুনি আজান।
আমি খুঁজি সেই ফেরিওয়ালাকে যে মানবিকতা বিক্রী করে।
আমি খুঁজে চলেছি মানুষ প্রতিটি ঘরে ঘরে।