জেনে নিতে হবে
মনোতোষ কুমার মজুমদার


দুরন্ত কালাশনিকভে যে প্রাণটা গেল আমার হাতে –
তার রক্তে আমার DNA আছে কিনা জেনে নিতে হবে।
অন্ধকারে আমার উন্মত্ত উল্লাসে যে মেয়েটি ধর্ষিত হল-
তার মুখের কাপড় সরিয়ে জেনে নিতে হবে সে আমার আত্মজ ছিল কিনা?
আমার বানান ইমারতে যে মানুষ গুলো পাথরচাপা আর্তনাদে মরল-
লাশ সরিয়ে দেখে নিতে হবে আমার পরিবার তাতে আছে কিনা?
আমার ভেজাল দুধে যে শিশুটির কান্না গেল থেমে-
জেনে নিতে হবে সে আমার বাবুসোনা কিনা?
যে গোপন ঘুষে দুরন্ত বেগে ছুটে চলা মোটর সাইকেল ছাড়া পেল-
জেনে নিতে হবে তার প্রাণঘাতী আঘাতে আমার বাবা মরল কিনা?
যোগ্যকে বঞ্ছিত করে মেডিকেলে যে ছেলেটিকে সুযোগ দিলাম –
জেনে নিতে হবে কটা জীবন সে কাড়ল?
আমার কথার উস্কানিতে যে দাঙ্গা বাঁধল-
পড়ে থাকা কাটা মুণ্ড খুঁজে তা থেকে বেছে নিতে হবে আমার পরিচিতরে।
যে অপরাধীটা আমার কথার কারসাজিতে ছাড়া পেল-
জেনে নিতে হবে সে আর কটা অপরাধ করল?
দিনান্তে একান্তে নিজেকে প্রশ্ন করে জেনে নিতে হবে-
সবকিছু হারাবার জন্যই কি মিথ্যা পাওয়ার পিছনে সারা জীবন ছুটলাম?
জেনে নিতে হবে, জেনে নিতে হবেই।