ঝড়
মনোতোষ কুমার মজুমদার


মেঘ কড় কড় ঐ ওঠে ঝড় বুক যে দুরুদুরু।
উথাল পাতাল চারিদেকে প্রলয় বুঝি শুরু।
মাঠে ঘাটে নেই যে কেহ দিগন্ত শুনশান।
রেগে গেছে ঝড় দেবতা সব হবে খানখান।
নদীর বুকে অশান্ত ঢেউ মাঝিদের নেই সাড়া।
নৌকাগুলি ঘাটে বাঁধা নেই যে কোন তাড়া।
পাখিগুলি ডাক ভুলেছে মেলছে না আর ডানা।
কালো মেঘে উড়তে তাদের আজকে আছে মানা।
উঁচুউঁচু গাছগুলি সব উঠল মাথা নেড়ে।
বুঝি উঁচু মাথা নীচু হবে দুরন্ত এই ঝড়ে।
ঘাসেরা সব ত্রাসে আছে ঝরছে বাদল ধারা।
ডুবিয়ে দেবে খালবিল সব ডুবে যাবে তারা।
সূর্য কবেই ডুব দিয়েছে কোন সে মেঘের কোলে।
আলো নিয়ে ফিরবে আবার আধাঁর মুছবে বলে।
জীবন সেতো ঝর বাদলের নিত্য আনাগোনা।
কান্না হাসির উলটফেরে এমনি যে যায় চেনা।