খাঁচার মধ্যে গাদাগাদি করে একে অন্যের সংগে লেপ্টে আছে মানুষগুলি।
চারিদিকে রক্তের গন্ধ , ছড়িয়ে থাকা মাথার খুলি।
মৃত্যুর বীভৎসতায় হৃদয়ে শিহড়িত কম্পন।
মানুষ কসাইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ।
অপেক্ষা নিশ্চিত নির্মম মৃত্যকে মেনে নিয়ে ধারালো বটিতে মাথা রাখবার।
ভুলেছে প্রতিবাদের ভাষা, হারিয়েছে সাহস একসাথে মাথা তুলবার।
হারিয়ে চলেছে সাথীদের ,কসাইয়ের হাতে শতছিন্ন হচ্ছে দেহ।
মানুষ গ্রাহকেরা দাঁড়িয়ে , চোখে তাদের পলকহীন মোহ।
কেহবা চাইছে কিমা, কেহবা হাড়, কেহবা কলিজা, কেহবা লেগপিস।
ওজন করা মাংস নিতে নিতে কখন অনুরোধ আসে দাম একটু কম নিস।
পড়ে আছে বাদ পড়া ছাট আর পেট ওগরানো নাড়ীভুঁড়ি।
মাছেদের খাদ্য হতে কিছুটা সময়, এ খাঁচা মৃত্যপুরী।
এ জন্ম শুধু নিজ যন্ত্রণা যোগাতে লোলুপ জিহবারে দিতে স্বাদ।
গাদাগাদি মানুষগুলি খাঁচায় ,জীবন হতে জীবন হয়েছে বাদ।