জীবন অংক
মনোতোষ কুমার মজুমদার


কি হবে এত হিসাব কষে?
থাকবে বলে রসে-বসে হিসাব করো এত?
জীবন অংক নয়তো সহজ
বৃথাই খরচ করছ মগজ
এই কি তোমার ব্রত?
আজকে মলে কালকে দুদিন
বুঝবে এ চোখ ঠিক একদিন
হিসাব অমিল রবে।
মুহুর্ত্ততে বেঁচে দেখ
হাজার বছর বাঁচবে নাকো
আর বুঝবে কবে?
অন্ধমনের গলি থেকে
রোদ ঝলমল আলোর দিকে
একটু এসে দাঁড়াও।
তোমার ভাবো আজকে যেটা
কাল ছিন্ন হবে সেটা
এই তো জীবন খেলা।
আমার আমার ভাবনা ছাড়ো
শূন্য বুকে বাতাস ভরো
আর নয়কো অবহেলা।


দুইয়ের পিঠে দুই চাপিয়ে করবে তুমি চার?
পাওনা খাতায় কেবল তোমার দেখছি শুধু ধার।
ছুটতে গিয়ে হাঁপ লেগেছে, তাপ লেগেছে শিরায়
তবু তেপান্তরের মাঠ হলো না পার।


এ হিসাব মিলবে নাকো
যতই তুমি অংক শেখো
চির আতঙ্কতে বাস।
সব কিছু তাই ছেড়েছুঁড়ে
হতে হবে ভবঘুরে
নতুন করে জীবন জমি করতে হবে চাষ।


জীবন অংক নয়ত কঠিন শঙ্কা কেন করো?
যেটি পাওয়ার ঠিকই পাবে জেতার নেশায় হারো।
অনেক হল মাতলামো ভাই সেঁতলামো এই জীবনটাতে।
সত্যিকারের বাঁচতে শেখো সবুজ বনের ছোঁয়া পেতে।