এমন কোন সত্য আছে, মিথ্যা চেয়ে বড়ো।
রোশনাই ঝলসানো আলো -
কখোন ঝাপসায় দৃষ্টি পূবালী পেরিয়ে গোধূলী ছাড়ো ছাড়ো।
এমন কোন প্রশ্ন আছে , খুঁজি উত্তর চিরদিন।
এমন কোন উত্তর আছে, সে তো চির প্রশ্ন আকূলি বিকূলি নিশিদিন।
এমন কোন পাওয়া আছে না পেলেই হতো ভালো।
এমন কোন চাওয়া আছে , চাইতেই চক্ষু ছলো ছলো।
এমন কোন হাসি আছে, আঁধার মেঘে বাদল ঘনঘটা।
এমন কোন কান্না আছে, ভারী মনে হিরের ঝলক ছটা।
আপন ভেবে কাছে পেতে যখন খুঁজি তাকে।
বুঝিনি সে অনেক দূরে –
কাছের ছায়া আজ সে আমার পর ভাবলাম যাকে।
আনন্দে যা লফিয়ে ওঠা উথলে ওঠা বুক।
চমকে দেখি আঘাত সে তো-
দুখের মাঝেই সুখ।
চোখের জলের ভাষা সে তো বোঝা বড়ো দায়।
ঠোঁটের কোণের হাসির মাঝে কান্না সে লুকায়।
বহুর মাঝে আমি একা নামহীন যাযাবর।
একলা মনে গড়ে চলি  সর্বহারার ঘর।
বেঁচে আছি, কখোন ভাবি মরন ছিল ভালো।
মৃত্যু মাঝে বেঁচে রবো, আঁধার মাঝে আলো।
হোকনা জীবন ক্ষনিক কণা শিউলি ভরা রাত।
জানি, আঁধার ভরা জীবন পাড়ে নতুন প্রভাত।
বিচিত্র এই জীবন সেতো নানা প্রশ্ন ঘেরা।
রং বেরঙের ফুলের মালা রহস্যতে মোড়া।