জিতবে বলে
মনোতোষ কুমার মজুমদার


তুমি জিতবে বলে হাতে তুলে নিয়েছ অস্ত্র।
আজ সে হাত একটি রঙিন ফুল তুলতে ভুলে গেছে।
তুমি জিতবে বলে রক্ত নেশায় মেতেছো।
আজ সে নেশা ভালবাসা ভুলেছে।
তুমি জিতবে বলে তোমার জিহ্বায় লাগিয়েছ বিষ।
আজ সে জিহ্বা কথা ভুলেছে।
তুমি জিতবে বলে রাত্রি জেগেছো বহু।
আজ সে রাত্রি প্রভাত ভুলেছে।
তুমি জিতবে বলে আকাশ ঢেকেছো অন্ধকারে।
আজ সে আকাশ আলো ভুলেছে।
তুমি জিতবে বলে অহংকারকে অলঙ্কার করেছো।
আজ তোমার অলঙ্কার উজ্জ্বলতা হারিয়েছে।
তুমি জিতবে বলে কান্না কিনতে চেয়েছো।
আজ সে কান্ন থামতে ভুলেছে।
তুমি জিতবে বলে হাসতে ভুলেছো ।
আজ সে হাসি উচ্ছলতা ভুলেছে।
তুমি জিতবে বলে মৃত্য চেয়েছো ।
আজ এ মৃত্য জীবন ভুলেছে।
জেতার নেশায় তুমি মনুষত্ব্য ভুলেছো।
তাই তুমি আজ মানুষ থেকে পশু হয়েছো।