লড়াই চলে চারিদিকে।
জীবন থেকে মৃত্যুলোকে।
লড়াই চলে মাঠে মাঠে।
লড়াই চলে নদীর ঘাটে।
বাদল মেঘে চলছে লড়াই।
বাঁচবি কি আর লড়াই ছাড়াই?
ছুটছে জীবন লড়াই নিয়ে।
শুধতে হবে মৃত্যু দিয়ে।
সাগরবুকে চলছে লড়াই।
জীবন করে তারি বড়াই।
সবার খালি জেতার নেশা।
জীবন সেতো অঙ্ক পেশা।
চলতে হবে ভেঙে সিঁড়ি।
লড়াই বজায় থাকবে জারি।
শক্তি যদি থাকে মনে।
করবে লড়াই বাঁচবে প্রাণে।
জীবন তো এক লড়াই জানি।
মৃত্যু মাঝে সঞ্জীবনী।
তোমার লড়াই আমার লড়াই।
লড়াই দিয়ে কান্না তাড়াই।
যেদিন লড়াই থেমে যাবে।
মৃত্যু এসে ছিনিয়ে নেবে।
লড়াই সেতো দেয় পরিচয়।
ছিনিয়ে নেবে এ মৃত্যুভয়।
লড়াই কভু ছেড়োনাকো।
ঘামের জলে মুক্ত দেখ।
লড়াই লড়াই লড়াই চাই।
বদ্ধ প্রাণের মুক্তি চাই।
বাঁচার মত বাঁচতে তাই।
লড়াই মাঝেই প্রাণের ঠাঁই।
লড়াই কি আর থামে কভু?
হোকনা জীবন নিভু নিভু।
আমার পরে তুমি রবে।
লড়াই সে তো অনুভবে।
লড়াই সে ত পরম্পরা।
কেউ বাঁচেনা লড়াই ছাড়া।