মানুষ( ?)
মনোতোষ কুমার মজুমদার


মানুষ কারে কয়?
দুপেয়ে সব জন্তু যারা সবাই করে ভয়-
মানুষ তারে কয়?
শুনি তাদের বুদ্ধি অতি সব করেছে জয়-
মানুষ, তারে কয়?
বুদ্ধি তারা খুব যে ধরে, এটা ধরে ওটা মারে-
এই পৃথিবী ছারেখারে ,হচ্ছে বুঝি লয়-
মানুষ তাদের ,কয়?  
সভ্যতার নামে তাদের অসভ্যতার খেলা।
অন্ধ মনে চলে তাদের অসীম অবহেলা।
কাঁপছে পৃথ্বী তাদের ভারে কী নিদারুন ক্ষয়!
মানুষ এদের কয়?


না । এর মানুষ নয়।
মানুষ হতে হয়।
মানের সাথে হুশ মিলিয়ে মানুষ হতে হয়।
তুমি বাঁচো আমিও বাঁচি-
তোমার সাথে আমিও আছি-
প্রাণে প্রাণে কাছা কাছি-
ভালোবাসার জয়।
মানুষ তবেই কয়।
মানুষ হতে হয়।