পোষা যন্ত্রণা
মনোতোষ কুমার মজুমদার।


তোমরা কেউ যন্ত্রণা পুষেছ?
মনের অনন্ত গভীরে যখন সেই যন্ত্রণা
কিলবিলিয়ে বিচরণ করে অনুভব করেছ দলাপাকানো কান্না?
সে কান্নায় নেই শ্রাবণের শ্রান্তি,
সে কান্নায় আছে ঝোড়ো উন্মত্ত হাওয়ায়
নিজেকে অজানার অন্ধকারে উড়িয়ে নিয়ে যাওয়ার আকুতি।
মনপাখি বাঁধন ছিঁড়তে চায় অনন্ত যাত্রা করবে বলে।
শতপ্রশ্নরা ভীড় করে।
অনন্ত জিজ্ঞাসা বৃথা উত্তর খুঁজে চলে।
পলকহীন চোখে উগরে ওঠা কান্না সাথ দেয় অশান্ত মনকে।
পোষা যন্ত্রণা ঠুকরে খেতে চায় ডুকরে ওঠা মনকে।
প্রতিটা মুহুর্ত অনন্ত সাগর যেন, ফুরোতে চায়না কিছুতে।
ঢেউ, ঢেউ, ঢেউ এর পর ঢেউ কেবলি আছড়ে পরে পাড়ে।
পোষা যন্ত্রণা পাথুরে মনকে হাতুরীর ঘায়ে বিদীর্ণ করতে চায়।
এতদিনের তিল তিল করে গুছিয়ে রাখা অনুভব
এলোমেলো হয়ে যায় ভাঙ্গা হাটের মতো।
কবেই বন্ধ হয়ে গেছে হাটুরে আনাগোনা।
সঙ্গী থাকে শুধু অবহেলা, আর আমার পোষমানা যন্ত্রণা।