সাধারণ মানুষ
মনোতোষ কুমার মজুমদার


নুন আনতে পান্তা ফুরোয় -
জীবন কাটে জটিল গেরোয় -
নেই মান আর নেই যে কোন হুঁশ।
আমি যে ভাই সাধারণ মানুষ।


যে যেথা পায় মারে চাটি –
দেনায় বিকোয় ঘটিবাটি –
তবু স্বপ্নে দেখি রঙিন ফানুস।
আমি যে ভাই সাধারণ মানুষ।


ঘুষঘুষে এই জীবনটাতে –
রাত্রি নামে ঠিক প্রভাতে –
অল্পেতে তাই থাকতে যে চাই খুশ।
আমি যে ভাই সাধারণ মানুষ।


জীবন আমার হেলাফেলা –
কোন রকম এগিয়ে চলা –
আর পারিনা ভাঙা জীবন হল যে দুরমুশ।
আমি যে ভাই সাধারণ মানুষ।


তবু আমি রইব বেঁচে –
স্বর্গ-মর্ত্য-পাতাল সেঁচে –
মৃত্যু থেকে জীবন নিতে ঘুষ।
আমিই পারি সাধারণ মানুষ।