সেলফি
মনোতোষ কুমার মজুমদার


ছবিটা তোল ঠিকঠাক দেখ পোজটি ঠিক আছে কিনা।
ত্রাণ দেওয়াটা বিফল হবে সঠিক সেলফি বিনা।
বন্যা ও ঝড় ফি-বছরে আসবে সে আর নতুন কি?
স্যুটে আর বুটে সেলফি না নিলে এখান থেকে নিলাম কি?
কি বলছ? দুস্থ মানুষ তাই এসেছি ত্রাণ দিতে?
ফাঁকতালেতে নাম কিনবার সস্তা সুযোগ ছাড়বে কে?
খানা হবে, পিনা হব্ পিকনিক হবে এই বোটে।
গরিব গুলোর আগুন পেটে আর আগুন মোদের দুই ঠোঁটে।
ওদের পেটের আগুন সেতো মোদের মুখের বিজ্ঞাপন।
ওদের ক্ষুদা বেচেই চলে মোদের খুশির দিনযাপন।
আর কিছু নাহোক সেলফি ভাই মনের মতো তোলা চাই।
দেঁতো হাসি চুলের ফাট পায়ের জুতো কোর্ট-প্যান্ট-টাই।
একফ্রেমেতে ওরা রবে মোদের ভিক্ষা ঝুলি নিয়ে।
ফি-বছরে আসবো মোরা সেঁকতে হৃদয় ওদের কান্না দিয়ে।