টুপ করে খসে যাব একদিন
মনোতোষ কুমার মজুমদার


ধূর ভাল্লাগেনা ।
টুপ করে খসে যাব একদিন।
চেনা মানুষের অচেনা ছবি ,বাদল মেঘে ছেয়ে গেছে দিন।
খসে যাব একদিন।
পায়ের তলার নরম গালিচা কাঁটা হয়ে আজ জ্বালা যে ধরায়।
নোনতা রক্ত হারিয়েছে স্রোত অবিশ্বাসী মনের শিরায় শিরায়।


ভাল্লাগেনা ছাই-
তাই, টুপ করে খসে যেতে চাই।
চারিদিকে ঝড় শুনি শন শন-
আধাঁরেতে আজ জাগেনা স্বপন।
শূন্যতায় আজ ভরে গেছে দিন।
যন্ত্রণা বুকে চলি নিশিদিন।
চাই ,টুপ করে খসে যাব খসে একদিন।
বারুদ গন্ধ বাতাসেতে আজ যুদ্ধ যুদ্ধ খেলা।
স্বার্থ নেশায় মানুষে মানুষে অসীম অবহেলা।
দেবতারে ঠেলে সবাই যেন শয়তানে আসীন।
আর পারিনা সইতে যে তাই।
টুপ করে একদিন খসে যেতে চাই।