কি খবররে খোকা?
তোর চাঁদ মুখখানি এখন দেখা
কেন এত বড় দায়।
আদর, ভালবাসা নিস আমার,
তোকে দেখব বলে মন
শুধুই যে কেঁদে যায়।


মনে আছে তোর? দুষ্ট ছেলে।
একবার খেঁজুর গাছে উঠে
ওখান থেকে পড়লি বড়ই গাছে?
একটা মাত্র ছেলে আমার
চিকিৎসা করলাম
হালের বলদ বেঁচে।


মনে আছে তোর? ছেলে আমার।
বড় ভার্সিটিতে সুযোগ পেলি।
গর্বে বুক ফেটে যায়,
পড়ার খরচ জোগালাম, গয়না
বেঁচে যা পেয়েছি তায়।


শেষ ইচ্ছে রাখবি আমার?
বেশিদিন বাচঁবনা আর,
মারা যাব শীঘ্রই।
কদিন ধরেই তোর বাবা ডাকতে আসে।
কবর দিস জারুল গাছটার নিচে,
ঐ যে তোর বাবার কবর? তার পাশে।


টাকার চিন্তা করা লাগবেনা,
বিয়ের সময় যে নাকফুল
দিয়েছিল তোর বাবা,
তা আঁচলে বাঁধা আছে,
দাফনের খরচ তাতে আছে।


তোর জন্যে দোয়া করি,
বাবা আমার!
অনেক বড় হরে তুই,
আমার মত বৃদ্ধাশ্রমে
কাঁদিসনা যেন তুই।