লাল-নীল স্বপ্নগুলোতে হাতড়িয়ে খুঁজে বেড়িয়েছি,
ভেড়ার লোমের মত ঘন মানব বসতির মাঝে খুঁজেছি,
বয়ঃপ্রাপ্তের কালো চুলের মাঝে সদ্য পাকা চুলের মত খুঁজেছি,
আচ্ছা, তুমি আমার দেওয়া শাড়িটা কখনও পড়েছিলে কি?


সমুদ্রের পানিতে ডুবে যাওয়া মানুষের মত খুঁজেছি,
বায়ুমন্ডলে ভেসে থাকা বালির কণাগুলোর মত খুঁজেছি,
রাস্তায় হারিয়ে যাওয়া ঘরের চাবির মত খুঁজেছি,
আচ্ছা, তুমি আজকে চশমা পড়ে বেড়িয়েছ কি?

তারা ভেবে আকাশের বুকে লক্ষ তারার মাঝে খুঁজেছি,
রঙ ভেবে সূর্যের আলোর মাঝে খুঁজেছি,
সুর ভেবে গিটারের তারের মাঝে খুঁজেছি,
আচ্ছা, মন খারাপ হলে এখনও আমায় আগের মত মনে কর কি?


সময় ভেবে মহাকালের মাঝে খুঁজেছি,
মমতা ভেবে মায়ার মাঝে খুঁজেছি,
আশা ভেবে প্রতিটি হতাশার মাঝে খুঁজেছি,
আচ্ছা, এখনও আমায় আগের মত ভালবাসো কি?