একটা খরা ধরা দেশ দিলাম, চাষ কর ।
একটা মুমূর্ষু রোগী দিলাম, সেবা কর ।
একটা ভাঙ্গা তরবারি দিলাম, লড়াই কর ।
একটা ভাঙ্গা নৌকো দিলাম, বৈঠা ধর ।
একটা নষ্ট তুলি দিলাম, রঙ কর ।
একটা ভুল চাবি দিলাম , মুক্ত কর ।
একটা ভাঙ্গা হারমোনিয়াম দিলাম, গান কর ।
একটা কাঁটাযুক্ত প্রহর দিলাম, ধৈর্য ধর ।
একটা গোটা বিপদগ্রস্থ দেশ দিলাম, অস্ত্র ধর ।
একটা বজ্রকণ্ঠ দিলাম তোকে, স্লোগান ধর ।
নাহয় দিলাম একটা ময়লা সাদা কাগজ, কলম ধর।