জোয়ার এসে ভাসিয়ে দিক কিংবা
ভাটা এসে টেনে নিয়ে যাক!
তবু আমি ডুবে যাবনা,
সাগরের মাঝখানে পানির উপর
দাঁড়িয়ে বলব,
"বেঁচে আছি" ।


আঘাত করুক শতব্দী পুরনো
কোন সেন বংশের তলোয়ার
মস্তক ছিন্ন করে দিক আমার
ছিন্ন মস্তক উঁচিয়ে ধরে বলব
"বেঁচে আছি" ।


আমার গায়ে বোমা মারুক
আমার গায়ের মাংস, প্রতিটা
হাঁড় গলিয়ে দিক; আমাদের এই
নষ্ট রাজনীতি,
বার্ণ ইউনিটের বেডে শুয়ে বলব
"বেঁচে আছি" ।


কোন একটা সাইক্লোন বয়ে যাক
সিডর কিংবা নার্গিস, হারিকেন;
আমাকে উড়িয়ে নিয়ে যাক দূরে
দিগন্ত রেখার ঠিক ওপাশে
উড়তে উড়তে বলব
"বেঁচে আছি" ।


চিন্তা করনা প্রিয়তমা,
তোমার জন্যে কেনা লাল গোলাপ;
আর ভালবাসার রক্তে লেখা কবিতা,
বুকের বা পকেটে, ভাঁজ করা আছে;
তোমার কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত
"বেঁচে আছি"।