আগুন?
কাঁদছে কারা? জ্বলছে কারা?
সব দূরাকাশে? কোন
ভিনদেশী তারা।


যে হাতে তসবি গুণে মা পড়ে দুরুদ
তার ছেলের হাতে এখন আছে
এক পুরিয়া বারুদ।


আজ তোমাকে দোয়া করছি
যে আগুনে জ্বালছ মানুষ।
যে আগুনে পুড়ছ মায়ার ফানুস,
সে আগুনে জ্বলবে তুমি
ফাটবে তোমার দুস্কামনার ফানুস।


তোমার অবাধ বিচরণের জন্য
আমাদের বধ্যভূমি করলে দান,
কি যে দিন এল! আহারের পর
রক্ত করি পান।

যে আগুনে পুড়ছ মানুষ, কথা দিচ্ছি
সে আগুনে পুড়ব তোমায়,
ঘরে কাঁদছে আমার দুঃখাহত মাতা,
ছেলের বুকে আছে নজরুল, সুকান্তের কবিতা।