সত্যি বলছি ঘুম আসছেনা,
কাঠের বিছানায় শুয়ে আছি যেন,
আমার মনে দুঃখ দিয়ে তুমি আরামকেদারায়
সুখ করছ তৃপ্তলগ্নে
তোমার সে সুখে কি তাহলে আমার
পরোক্ষ অধিকার নেই?


সত্যি বলছি ঘুম আসছেনা,
আমার মন ভেঙ্গে চূড়ে কোথায় তুমি,
মন্দির গড়ে বসে আছ, ঈশ্বর প্রাপ্তির লোভে,
তুমি কি তাহলে জাননা?
মন্দির ভাঙ্গার চেয়ে মন ভাঙ্গা বড়?


সত্যি বলছি ঘুম আসছেনা,
অসংলগ্ন চিন্তা ভাবনায় কবিতা প্রসব করছি,
তোমাকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছি,
তাহলে কি সকালে ঘুম ভেঙ্গে উঠে
তোমার কণ্ঠে শুনবনা?
“অনেক বেলা হোল প্রিয়তম, এবেলা উঠ নাহয়” ।