তোমার মনেও কি বসন্তের দোলা লেগেছে?
হলুদ রঙের দোলা?
তোমার গায়ে বসন্তের সুগন্ধ এসেছে?
তোমার বস্ত্রে বসন্তের ছাপ পড়েছে?
তোমার কপালে বসন্তের টিকা পড়েছে?
তোমার কৃষ্ণ কেশে বসন্তের আগমনী বার্তা?


গায়ে বসন্তের সুগন্ধি মেখেছ?
বাসন্তী রঙের শাড়ি পড়েছ?
কপালে বড় করে টিপ পড়েছ?
মাথায় দিয়ছ হরেক রকম ফুল?


আজ রাস্তায় বেড়িয়েছিলাম,
মানুষ বসন্তকে এত ভালবাসে,
তা আগে ঠাওর করতে পারিনি,
আজ পৃথিবীর রং বাসন্তী।
ভাল আছ তুমি অবন্তী?


দেখ শাড়ি পড়লে ধীরে ধীরে হাঁটবে,
নাহয় শাড়ির সৌন্দর্য কমে যায়।


বসন্ত বড়ই নিষ্ঠুর,
একলা মানুষকে বসন্ত স্পর্শ করেনা,
বসন্ত দুঃখী মানুষদেরও স্পর্শ করেনা,
আমি এখনও শীতের অধীনে আছি।


বসন্তের প্রথম বাসন্তী বিকেলে আমি
কাল কাপড়ে বেড়িয়েছি।
বসন্তে কারও কারও উচ্ছ্বাস বাঁধা মানেনা,
কিন্তু বসন্ত সবার জন্যে সুখ আনেনা।
কারও সুখের নেই কোন অন্ত,
তবে সংগী আমার দুঃখী বসন্ত।