একদল অবাধ্য তরুণ,
অবাধ্য তাদের চলাফেরা, হাঁটাচলা;
অবাধ্য তাদের মুখের বুলিগুলো,
অবাধ্য তাদের বন্ধুত্ব;
তারুণ্য পাক অমরত্ব।


যখন সুনীল আকাশ দুঃখের কালো মেঘে
ঢেকে যায়, তখন কেবল তাদেরই সে আকাশে
অধিকার আছে স্বপ্ন দেখার বৃষ্টিবিলাসের।
বাকি সবার জন্যে বৃষ্টি হয়ে আসে অভিশাপ,
আর তারা সেই বৃষ্টিভোগ করবার জন্যে
কাক ভেজা হয়ে ঈশ্বর সাজে।


অমরত্ব পাক তাদের সাহস,
যে সাহসের ক্ষমতা আছে তরবারিকে পোষ
মানানোর, গুলির গতিকে থামিয়ে দেবার!
যে সাহসের ক্ষমতা আছে ঈশ্বর হবার।


তারুণ্য যখন বন্ধুত্বের অমরত্ব পায় তখন
তখন সে তারুণ্য ফুলে ফেপে হয়ে ওঠে
আকাশের মত বিশাল, সেই তারুণ্য
যেন ভদ্র নগরীর এক হিংস্র অরণ্য,
পৃথিবী হোক সব তরুণের সব অরুণ
ইচ্ছাগুলোর অভয়ারণ্য!