আকাশ ছোঁবার সামর্থ্য নেই
তাই তারা দেখিনা মেঘের ফাঁকে,
সমুদ্র পাড়ি দেবার সামর্থ্য নেই
তাই সাড়া দেইনা সমুদ্রের ডাকে।


বাতাস ছোঁবার সামর্থ্য নেই
তবে বাতাসের ঝাপটা গায়ে লাগে,
আগুন ছোবার সামর্থ্য নেই
তাই আগুন দেখলেই ভীতু মন দূরে ভাগে।


যা কিছু পাবার সামর্থ্য নেই
সব কিছু থেকে মনকে দূরে নিয়ে যাই,
জানি তোমায় পাবার সামর্থ্য নেই
তবু মন কেবল তোমার কাছেই যেতে চায়!