তুমি চলে গেলে কি হবে?
কোন ব্রিটিশ বিরোধী অভিযান হবেনা।
পলাশীর প্রান্তরে নতুন কোন
যুদ্ধ হবেনা, কেউ মীরজাফর তকমা পাবেনা।
নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হবেনা,
পুলিশ গুলি চালাবেনা,
তিন লাখ শহীদ হবেনা,
শহীদ হবে কেবল একজন।
নূর হোসেনের মত পিঠে লেখা থাকবেনা
হাতে কোন প্ল্যাকার্ড থাকবেনা,
হৃদয়কে বানিয়েছি প্ল্যাকার্ড।


তুমি চলে গেলে রণাংগণ হবে হৃদয়পট,
ভাবনাগুলো থেমে পড়ে যাবে ডট,
দুঃখ ছুঁয়ে যাবে অসীমতট,
আমার তো কোন ইচ্ছে ছিলনা,
তোমার কাছে বেশি কিছু চেয়েছি?
আমি চাইনা ভালবাসার পদ্মাসন,
কেবল আমাকে ভুল বুঝোনা,
ভালবাসার প্রতিজ্ঞা করা অপরাধ না,
প্রতিজ্ঞা কর শুধু থাকবে,
তুমি না থাকলে ভুলগুলো ধরিয়ে দেবে কে?
আমার রাত জেগে লেখা কবিতাগুলো
কে পড়বে? মুগ্ধ হবে কে?
আচ্ছা শুনেছি গ্যাস্ট্রিক হলে বুকে ব্যথা হয়,
আমার বুকে ব্যথা হচ্ছে কেন?
আমার তো গ্যাস্ট্রিক নেই?
তাহলে কি তুমি চলে যাচ্ছ বলেই?