হার মেনে যাই ঐ বড় অট্টালিকা দেখে
হার মেনে যাই ঐ বড় গাড়ি দেখে
হার মেনে যাই ঐ নুতন কাপড়ের বাহার দেখে
হার মেনে যাই ঐ খাবারের মেন্যু দেখে
হার মেনে যাই ঐ চাল-চলন দেখে
হার মেনে যাই ঐ প্রেয়সীর চোখ দেখে
হার মেনে যাই দর্পনে নিজের প্রতিবিম্ব দেখে
                     হায় জীবন!
                     তুমি কোথায় আছ?


নিজের ছোট কাঁচাঘর চোখ ছোট করে রাখে
নিজের বাহন পা দুটি ক্লান্ত হয়ে আসে
নিজের দুবেলা দুমুঠো ভাত মাথা নত করে
নিজের প্রেমিক নিঃসংগতা সাথে থাকে
নিজের দৈনিক দীপাবলি অন্ধকারে সাজে
নিজের বিম্বে নিজের লাল চোখ কাঁদে
                    হায় জীবন!
                    তুমি ভাল আছ?